রাজধানীতে অটোপাসের দাবিতে এসএসসি শিক্ষার্থীদের মানববন্ধন 358 0
রাজধানীতে অটোপাসের দাবিতে এসএসসি শিক্ষার্থীদের মানববন্ধন
খবরের সময় ডেস্ক:
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় তারা।শিক্ষার্থীরা জানান, করোনার কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২০ সাল পুরোটাই করোনার মধ্য দিয়ে গেছে। এ সময়ে কোনও ক্লাস বা প্যাক্টিক্যালে অংশ নেওয়া হয়নি। অনলাইনে ক্লাস হলেও সেখানে সবাই যুক্ত হতে পারেনি। এমতাবস্থায় পরীক্ষা নিলে অনেকেই কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হবে।তারা দাবি করে বলছেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পুরো দুই বছর ক্লাস, টেস্ট পরীক্ষা হয়েছে। প্রস্তুতি থাকা সত্ত্বেও তাদের অটোপাস দেয়া হয়েছে। অথচ এসএসসি ব্যাচের ১ বছরে কোনও ক্লাস পরীক্ষা হয়নি। এসময় পরীক্ষা নেয়া হলে তাদের প্রতি অবিচার করা হবে বলছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা দাবি জানিয়ে বলেন, সেশনজটের ঝামেলা এড়াতে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস ঘোষণা করা হোক। এমনকি ফেব্রুয়ারির মধ্যে যেন সেই ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।